যেদিন তুমি চলে গেলে- সেদিন- আকাশ ভরা বৃষ্টি ছিল, বৃষ্টি ছিল দৃষ্টিতে। বুকের ভিতর কষ্ট ছিল, হাহাকারের সৃষ্টিতে।
চোখের ভিতর স্বপ্ন ছিল মনে ভিতর কষ্ট। সেদিন থেকে এই আমি আমার থেকে নষ্ট।
স/এষ্