ঢাকাবৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুর সাহিত্য পরিষদের নতুন নিবার্হী কমিটি গঠন

admin
এপ্রিল ৭, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর সাহিত্য পরিষদের নতুন নিবার্হী কমিটি গঠন।। সবাপতি নুরুল আহমেদ, সম্পাদক নাসির উদ্দীন আহমেদ

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সাহিত্য পরিষদের ত্রি-বার্ষিক মেয়াদে ২১ সদস্য বিশিষ্ঠ নতুন নিবার্হী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন নুরুল আহমেদ, সাধারণ সম্পাদক হয়েছেন নাসির উদ্দীন আহমেদ।

আজ ৭ এপ্রিল বিকালে মেহেরপুর সাহিত্য পরিষদের অফিস কক্ষে এক সভায় ৩ সদস্যের সার্চ কমিটির আহবায়ক আবুল হাসেম মাষ্টার এই নতুন নিবার্হী কমিটির ঘোষনা দেন।

কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদ্যস্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে আবু হাসেম ও সাদেকুজ্জামান সেন্টু, সহ-সাধারণ সম্পাদক এস.এম.এ.মান্নান ও নুরহোসেন, সাংগঠনিক সম্পাদক জিএফ মামুন লাকী, অর্থ সম্পাদক উবাইদুর রহমান, সাহিত্য সম্পাদক আবু লায়েছ লাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, সাংস্কৃতিক সম্পাদক এস.এম আসাদুল ইসলাম খোকন, নাট্য সম্পাদক মিনারুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আতিয়া খন্দকার, গ্রন্থকার সম্পাদক জসিম মাহমুদ।

নিবাহী সদস্যগণ হচ্ছেন যথাক্রমে শাহিন খান, মীর রওশন আলী মনা, হেলাল উদ্দিন হিলু, লিয়াকত আলী, মহিবুল ইসলাম, জাহিদুল ইসলাম কাবরান। উল্লেখ্য গত কমিটির মেয়াদ শেষ হওয়া কিছু আগেই অপ্রতিকর ঘটনা ঘটায় সভাপত্বির ক্ষমতাবলে কমিটি বিলুপ্ত ঘোষনা করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির সিদ্ধান্তে নতুন কমিটি গঠন করার জন্য অন্যতম সদস্য আবুল হাসেম মাষ্টারকে আহবায়ক এবং জি এফ মামুন লাকী ও উবায়দুর রহমান কে সদস্য রেখে ৩ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। দীর্ঘ ৩ মাস সকল সদস্যদের সাথে আলাপ আলোচনা করে বিধি মোতাবেক ত্রি-বার্ষিক মেয়াদে ২১ সদস্য বিশিষ্ঠ নতুন নিবার্হী কমিটি গঠন করা হয়।

স/এষ্