ঢাকাবুধবার , ১৪ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জ শহরে শিক্ষার্থীদের রংতুলিতে সেজেছে দেয়ালে গ্রাফিতি

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ১৪, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ শহরে শিক্ষার্থীদের রংতুলিতে সেজেছে দেয়ালে গ্রাফিতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি  ।।  মুন্সীগঞ্জের জেলা শহরে শিক্ষার্থীদের রংতুলিতে সেজেছে জনবহুল এলাকা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের ছেলে–মেয়েরা এসব গ্রাফিতি আঁকছেন। রংতুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তাঁরা। শিক্ষার্থীদের এসব কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন এখানকার সচেতন মহল।

সরেজমিনে দেখা যায়, মুন্সীগঞ্জ জেলা শহরে দেয়ালে আঁকা হয় ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতি। রক্তাক্ত মানচিত্র, পতাকা, আঙুলের রক্তিম ছাপ ও নানান প্রতিবাদী শব্দ-সংবলিত বাক্য লেখা হয় দেয়ালে দেয়ালে।

নতুন বাংলাদেশ, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব, ৩৬শে জুলাই, ৭১ দেখেনি ২৪ দেখেছি, জেন-জি, সহ বিভিন্ন প্রতিবাদী বাক্য ও স্লোগান চিত্রিত হয়। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা এতে অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, এসবের মধ্য দিয়ে আন্দোলনে শহিদদের স্মরণ করা হচ্ছে এবং বৈষম্য, সহিংসতা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ এবং মাতৃভূমিকে রক্ষার অঙ্গীকার করছি।

এছাড়া গত কয়েকদিন যাবৎ জেলা শহরে থানা পৌরসদরসহ বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেন শিক্ষার্থীরা।

স/এস্