মানিকগঞ্জে নাগরিক কল্যাণ পরিষদের ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মানিকগঞ্জ নাগরিক কল্যাণ পরিষদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ এরশাদ হোসেন।
শনিবার বিকেলে ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানিকগঞ্জ নাগরিক কল্যাণ পরিষদের আয়োজনে শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ ফজলুল হক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এটিএম সাজাহান, সহ সভাপতি মো: আব্দুল ছালাম, দপ্তর সম্পাদক এবিএম কামরুদ্দিন রেজা প্রমুখ।
নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মো: ফজলুল হক বলেন, গত কয়েকদিন যাবৎ শীতের প্রকোপ অনেক বেশি। শীতে ছিন্নুমূল মানুষ খুবই কষ্টে আছে। তাদের কষ্ট লাখব করতে আমাদের সংগঠনের পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজন। যেকোন দুর্যোগে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি।
স/র