বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী ও তার ভাই আটক
মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা ইডেন মহিলা কলেজের ছাত্রী ও ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডেকে আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি। এসময় তার ভাই সত্যজিত পান্ডেকেও আটক করা হয়।
সোমবার বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভাই বোন এক সাথে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। আটক সুস্মিতা পান্ডে ও সত্যজিত পান্ডে মাগুরা থানার সাতদুহা পাড়ার স্বপন পান্ডের সন্তান। গত ২৮/১১/২৪ তারিখে ঢাকার নিউমার্কেট থানায় সুস্মিতার নামে বিভিন্ন ধারায় মামলা হলে এতোদিন আত্মগোপনে ছিলো এই ছাত্রলীগ নেত্রী। বিকালে ভাই সত্যজিত পান্ডেকে নিয়ে বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম আহমেদ বলেন, ছাত্রলীগ নেত্রী সুস্মিতা ও তার ভাই ভারতে যাওয়ার সময় কাগজ পত্র পরিক্ষা নিরিক্ষা করার সময় জানা যায় তার নামে একাধিক মামলা রয়েছে এবং সে ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক। এসময় তাকে ও তার ভাইকে এক সাথে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।