ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিকাশের ফেক এসএমএস ব্যবহার করে টাকা হাতিয়ে নেয়ার চক্রের একজন শান্ত

admin
জানুয়ারি ২৬, ২০২০ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বিকাশ ব্যবহার করে এক শ্রেণীর প্রতারক সাধারণ মানুষকে নানান ভাবে প্রতারিত করছে।

গ্রাহককে পুরোপুরি বিকাশের মতোই টাকা পাঠাবার এসএমএস পাঠায় যা একমাত্র বিকাশে ব্যালেন্স চেক করা ছাড়া বোঝার কোন উপায় নেই।

গতকাল রাত দুইটা টঙ্গীর কলেজ গেট এলাকার শান্ত এমন একটি এস এম এস পায়। টাকার এসএমএস পাঠিয়ে শান্তর ফোনে দুটি নম্বর থেকে ফোন দিয়ে বলে আপনার নাম্বার আমি ভুলে টাকা পাঠিয়ে দিয়েছি। দয়া করে যদি আপনি আমার টাকাটা ফেরত দিতেন তাহলে খুবই উপকৃত হতাম।

তখন শান্ত তার মেসেজটি দেখতে পায়। বিকাশ থেকে টাকা আসার এস এম এস দেখে শান্ত ভদ্রতায় সেই টাকা ফেরত দিয়ে দেয়। নিজের একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকায় তেমন কোনো যাচাই-বাছাই না করে পাঠানো টাকাটি সম্পূর্ণভাবে ফেরত দিয়ে দেয় শান্ত।

কিন্তু অল্প কিছুক্ষণ পর গ্রাহকের মনে সন্দেহ হলে তিনি তার মূল ব্যালেন্স স্টেটমেন্ট সবকিছু চেক করে দেখতে পান যে টাকা তাকে পাঠানো হয়েছে তা সম্পূর্ন ভুয়া এবং এসএমএসটি ভিত্তিহীন।

তখন শান্ত ঐই নাম্বারে বারবার কল দিলেও কোন প্রতিকার করতে পারেনি। সাথে সাথে নম্বর দুটি বন্ধ হয়ে যায়।

রবিবার বিকেলে আবার শান্ত চেষ্টা করলে তাদের নাম্বার খোলা পান এবং তার টাকা ফেরত চায়। তখন ওই প্রতারক চক্রের লোক তাকে অকথ্য ভাষা ব্যবহার করে ফোন কেটে দেয়।

প্রতারকদের দুটি নাম্বার হলো +8801408318737 ও +8801627462427 তারপর ওই ভুক্তভোগী এ প্রতিবেদকের কাছে সব কিছু বিস্তারিত বলেন।

প্রতিবেদক ভুক্তভোগীর দেওয়া নম্বর দুটি গুগলে যাচাই করলে নম্বর দুটি দিয়ে খোলা দুটি ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়।

দুটি ফেসবুক আইডিই শান্ত রহমান নামের এক ব্যাক্তির। এই চক্রের শিকার হয়ে সারাদেশের অনেকেই প্রতারিত হয়েছে।

এমন অপকর্ম প্রতিরোধে দেশের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এদিকে গ্রাহকে অর্থ গ্রহন ও প্রদানের ক্ষেত্রে সম্পূর্ন নিশ্চিত হয়ে আর্থিক লেনদেন করতে বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে।

স/এষ্