বরিশালে বাস চাঁপায় ব্যবসায়ী নিহত
বরিশাল ব্যুরো ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী নামক এলাকায় শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের চাঁপায় দুলাল খান (৬৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত দুলাল ওই উপজেলার মাদার্সী গ্রামের মৃত সবদের খানের ছেলে।
উজিরপুর মডেল থানার এসআই মোঃ সফিকুল ইসলাম জানান, রাস্তা পারাপারের সময় সাকুরা পরিবহনের একটি বাস ব্যবসায়ী দুলালকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।