নগরকান্দা প্রেসক্লাবে সাংবাদিক লায়েকুজ্জামানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সালথা ( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে সদ্য প্রয়াত বিশিষ্ট সাংবাদিক নগরকান্দার কৃতি সন্তান লায়েকুজ্জামানের স্মনরসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক শওকত আলী শরীফ এর সঞ্চালনায় স্মরনসভায় বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, নগরকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান,সহ সভাপতি বেলায়েত হোসেন লিটন নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া, হাসিবুল হাসান মামুন,জাকির হোসেন জাকারিয়া, সিনিয়র সাংবাদিক বোরহান আনিচ, তৌহিদুল ইসলাম তুহীন প্রমুখ।
বক্তারা তার বনার্ঢ্য কর্মময় জীবন নিয়ে আলোকপাত এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
স্মরনসভা শেষে সাংবাদিক লায়েকুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক মাদানী।