ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুই ওপেনারের বিদায়ের পর মোমিনুল-শান্তর প্রতিরোধ, ৩৫ ওভারে দিন শেষ

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

দুই ওপেনারের বিদায়ের পর মোমিনুল-শান্তর প্রতিরোধ, ৩৫ ওভারে দিন শেষ

চমক ডেস্ক ।। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের দুই ওপেনারের বিদায়ের পর প্রতিরোধ গড়ে তুলেছেন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে ২৬ ওভারে ২ উইকেটে ৭৪ রান করে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ৮ ওভার ভালোভাবেই কাটিয়ে দেন টাইগার দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। নবম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে ২৬ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন পেসার আকাশ দীপ। ওভারের তৃতীয় বলে গালিতে যশ^সী জয়সওয়ালকে ক্যাচ দেন জাকির। ২৪ বল খেলে খালি হাতে বিদায় নেন তিনি।

বাংলাদেশের ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে খালি হাতে সাজঘরে ফেরার রেকর্ড গড়েছেন জাকির। আগের রেকর্ডটি ছিলো ইমরুল কায়েসের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ১৬ বলে শূন্য রানে আউট হয়েছিলেন ইমরুল। আর সব মিলিয়ে সর্বোচ্চ বল খেলে খালি হাতে ফেরার তালিকায় চতুর্থস্থানে আছেন জাকির। এক্ষেত্রে সবার উপরে আছেন সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম। ২০০২ সালে কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে ৪১ বল খেলেও কোন রান করতে পারেননি মঞ্জু।

জাকিরের পর সাদমানকেও সাজঘওে পাঠান আকাশ। ৪টি চারে ২৪ রান করা সাদমানকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন এই ডান-হাতি পেসার। ২৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর দলের হাল ধরেন মোমিনুল ও অধিনায়ক শান্ত। ইনিংসের ১৭তম ওভারে দলের রান ৫০’এ নেন তারা।

৮৩ বলে অবিচ্ছিন্ন ৪৫ রান করে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছেন মোমিনুল ও শান্ত। ৩টি চারে মোমিনুল ১৭ এবং ৬টি বাউন্ডারিতে শান্ত ২৮ রানে অপরাজিত আছেন। আকাশ ১৪ রানে ২ উইকেট নিয়েছেন।

স/এষ্