তারাকান্দায় সনদপ্রাপ্ত দলিল লেখকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে আজ মঙ্গলবার সকল সনদপ্রাপ্ত দলিল লেখকদের অংশগ্রহণে দিনব্যাপী চমৎকার ও ফলপ্রসূ অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
‘দলিল নিবন্ধন কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারকরণ’ শীর্ষক এ কর্মশালা আয়োজন করে তারাকান্দা সাব-রেজিস্ট্রারের কার্যালয়।
কর্মশালার সভাপতিত্ব এবং প্রশিক্ষণ পরিচালনা করেন তারাকান্দার সাব-রেজিস্ট্রার জনাব মোঃ রহমত উল্লাহ লতিফ মহোদয়।
তিনি তার বক্তব্যে বলেন, “দলিল লেখকদের আইন ও বিধি অনুসারে দক্ষতার সাথে সঠিকভাবে দলিল লিখতে হবে এবং জনগণ তথা সেবাপ্রার্থীদের দলিল রেজিস্ট্রি করতে আন্তরিক ভাবে সহায়তা করতে হবে। সার্বিক দলিল নিবন্ধন কার্যক্রম স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে পালন করে সেবা গ্রহীতাদের আস্থা অর্জন করতে হবে।”
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুরের সাব-রেজিস্ট্রার জনাব শেখ নাছিমুল আরিফ, হালুয়াঘাটের সাব-রেজিস্ট্রার জনাব গোলাম সারোয়ার, ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার জনাব আজমেরী নির্ঝর এবং গফরগাঁও এর পাগলার সাব-রেজিস্ট্রার জনাব এম নফিয বিন যামান।

