গৌরীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার ১
ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুরে আবুল কালাম হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি সহনাটি গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে জিল্লুর রহমান ওরফে জিল্লু। সে এ মামলার এজাহার ভু্ক্ত ৪ নম্বর আসামি।
থানা সূত্র জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্ত এসআই শাহ জালালের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ৩ টায় আটপাড়া থানার তেলিহাটি থেকে জিল্লুকে গ্রেফতার করে।
এ মামলার অন্যান্য আসামিরা হলেন মৃত ইন্তাজ আলীর ছেলে ওয়াজকুরুনী ওরফে সেলিম, আব্দুল গফুর, হেলিম মিয়া, পেচাঙ্গীয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রবি মিয়া, মৃত মিরাজ আলীর ছেলে আব্দুল হাই, আব্দুল গফুরের স্ত্রী আসমা বেগম, আব্দুল হাইয়ের স্ত্রী হামেদা বেগম, এছাড়া অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
এর আগে বুধবার দিনগত রাতে মৃত কালামের ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৫।
উল্লেখ্য, গত বুধবার সকালে জমিতে গর্ত করার জেরে উপজেলার সহনাটি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ব্যবসায়ী আবুল কালাম প্রতিপক্ষের হামলায় নিহত হন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
স/এষ্