ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি মিছিল

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ১৩, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি মিছিল

গৌরীপুর প্রতিনিধি- সরকার পতনের পর থেকেই একটি কুচক্রী মহল সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে তারি প্রতিবাদে ১৩ আগষ্ট (মঙ্গলবার) সকালে বিএনপির অঙ্গসহযোগী সংগঠন একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মিছিলে উপস্থিত ছিলেন গৌরীপুর  সরকারি কলজে ছাত্রদলরে সাবকে সভাপতি শাহজাহান আকন্দ সুমন সাবকে উপজলো ছাত্রদলরে সহ-সভাপতি মুয়াজ্জমে হোসনে,গৌরীপুর পৌর ছাত্রদলরে যুগ্ম সাধারণ সম্পাদক, হুসনে তারকে, কামরুল ইসলাম, সাবকে উপজলো স্বচ্ছোসবেক দলরে সহ-সভাপত, ইমরান,  গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, আতকিুর রহমান সোহাগ, কলজে ছাত্রদলরে সাবকে যুগ্ম সাধারণ সম্পাদক, জুবায়রে আকাশ,

পৌর ছাত্রদলরে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এমদাদুল হক এমদাদ,গৌরীপুর সদর ইউনযি়ন ছাত্রদলরে দপ্তর সম্পাদক আরফিুল ইসলাম আরফি ও, উপজেলা স্বেচ্ছাসেবক দলরে নেতা,হিরামন, নুরুল ইসলাম, মাহবুব, কাঞ্চন ,ইমন, রাসলে, মাসুদ, খোকন, হাসান, নাইম,তূষার, হান্নান, খোকন, হুমায়ূন, রাসলে, মুজাম্মলে , মান্নান, হামিদুর, রাব্বি, যুবদল নেতা মারফত আলী প্রমুখ।