গৌরীপুরে এমপি মনোনয়নপত্র দাখিল করলেন ১৫ জন
ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৫ জন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে (৩০ নভেম্বর) তাঁরা ময়মনসিংহ রিটার্নিং অফিসার ও গৌরীপুর সহকারী রিটার্নিং অফিসারের কাছে এসব মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা যায়, ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনে এমপি মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ (স্বতন্ত্র), গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি (আওয়ামী লীগ), ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান অনু (স্বতন্ত্র), গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা (স্বতন্ত্র), ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য মোর্শেদুজ্জামান সেলিম (স্বতন্ত্র), ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম (স্বতন্ত্র), ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ একেএম আব্দুর রফিক (স্বতন্ত্র), ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ (অবঃ) ডা. মোঃ মতিউর রহমান (স্বতন্ত্র), গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন (স্বতন্ত্র), জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যাক্তিগত চিকিৎসক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান আকাশ (জাতীয় পার্টি), মোঃ নজরুল ইসলাম (জাকের পার্টি), বিশ্বজিৎ ভাদুড়ি (তরিকত ফেডারেশন), মোঃ শফিউল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), মোঃ জামাল উদ্দিন (তৃণমূল বিএনপি) ও সাবেক ছাত্র লীগ নেতা মোশাররফ হোসেন আজাদ।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন তাদের প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছেন।