ঢাকাবুধবার , ৩ এপ্রিল ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ইউপি চেয়ারম্যান এসকে রুবেল সাময়িক বরখাস্ত

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ৩, ২০২৪ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ইউপি চেয়ারম্যান এসকে রুবেল সাময়িক বরখাস্ত

গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধি- Vulnerable Women Benefit (VWB) কার্যক্রমের চাল বিতরণে অনিয়ম, সরকারি কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশ করে আক্রমণ, ভাংচুর ও নির্বাচনী মালামাল ছিনিয়ে নিয়ে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন রুবেলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সোমবার (১ এপ্রিল) বিকেলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের ইউপি শাখা ১ সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। যা মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, ময়মনসিংহ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন;

যেহেতু, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সালাহ উদ্দিন রুবেলের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।

সেহেতু, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সালাহ উদ্দিন রুবেল কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(ঘ)(ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন রুবেল বলেন- তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে এর মোকাবেলা করবেন।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয় ইউপি শাখা-১ কর্তৃক ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।