ঢাকাশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কিভাবে প্রেমের প্রস্তাব দিলে মেয়েরা সহজেই পটে যায়

বার্তা বিভাগ
জানুয়ারি ৬, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

কিভাবে প্রেমের প্রস্তাব দিলে মেয়েরা সহজেই পটে যায়

চমক ডেস্ক: আসলে ছেলেরা প্রথমেই কিছু ভুল করে। যার ফলে মেয়েদের প্রেমের প্রস্তাব দিলে ‌‌তাদের ( ছেলেদের ) শুনতে হয় না ।

সবার আগে আমাদের বুঝতে হবে প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কী।

প্রেম মানে হচ্ছে :- কোনো‌ ছেলে বা মেয়ে‌ তার বিপরীত লিঙ্গের কাছ থেকে প্রত্যোক্ষ‌ বা পরোক্ষ ভাবে যৌন বাসনা পূরণ করার কামনা করা। যেখানে দুজনেরই বা যেকোনো কারোও, আজীবন একে অপরের সুখ দুঃখে পাশে থাকার পরিকল্পনা থাকবে না। বরং সাময়িক সময়ের জন্য সুখ লাভ করা উদ্দেশ্য থাকবে।

বিয়ের পর কেউ এমন করলে সমাজে একে পরকিয়া প্রেম বলে।

অন্যদিকে, ভালোবাসা মানে হচ্ছে, কোনো ছেলে বা মেয়ে তার বিপরীত লিঙ্গের মানুষ কে মনে প্রাণে ভালোবাসা এবং তার থেকে ভালোবাসা কামনা করা। যেখানে বিবাহ বহির্ভূত কোনো যৌন বা এ জাতীয় কোনো সম্পর্ক বিরাজ করবে না। যেখানে তাদের উভয়েরই লক্ষ্য হবে আজীবন সুখ দুঃখে পাশে থাকা। আর তা বিয়ে করেই।

এখন, ছেলেরা যা করে একটি মেয়েকে প্রেম করে। তাকে ভালোবাসে না। ফলে অনেক সময়ই প্রেমের প্রস্তাব না হয়ে যায়। কারণ সেই মেয়েটি প্রেম নয় ভালোবাসা চায়।

আবার অনেক সময় ছেলেরা আরো একটি বড় ভুল করে তা হলো হুট করে কোনো‌ মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে দেয়। অনেকটা সিনেমার মতো। হঠাৎ রাস্তায় একটা মেয়েকে দেখল। পছন্দ হলো। সোজা গিয়ে আই লাভ ইউ বলল। আসলে এটা অনেক বড় ভুল। প্রথমে তার সেই মেয়ে/ছেলেটার ভালো বন্ধু হতে হবে।

তার সাথে কথা বলতে হবে। তাকে বুঝতে হবে। সাথে বুঝতে হবে মেয়ে/ছেলেটি আপনাকে ভালোবাসে কি না। যদি ভালোবাসে তবে হুট করে আই লাভ ইউ বলবেন না। বরং সময় বুঝে তাকে বলবেন আপনার মনের কথা।‌‌ তারপর আপনার মা বাবাকে বলবেন যে আপনারা একে অপর কে ভালোবাসেন। তারপর পারিবারিক ভাবে বিয়ে করবেন।

আর আপনাকে সবার আগে সকল রকম খারাপ কাজ ছেড়ে ভালো মানুষ হতে হবে। তবেই ভালোবেসে সফল হতে পারবেন।

এমন অসাধারণ পোস্ট নিয়মিত দেখতে আমাদের সাইট ফলো করতে পারেন।

ধন্যবাদ ।

সুত্র ।। কোরা

স / র