ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইতালির বেরগামোতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ কে গণসংবর্ধনা প্রদান

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ৩০, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইতালির বেরগামোতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ কে গণসংবর্ধনা প্রদান

মোহাম্মেদ উল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি ।। সোনার কিরণ খ্যাত শরীয়তপুরের মেহনতি মানুষের নেতা কে, ইতালিস্থ শরীয়তপুর জেলা বিএনপি ও বেরগামো বিএনপি আয়োজনে, বেরগামো বিএনপি’র সভাপতি জামাল কবীর এর সভাপতিত্বে এবং নাজমুল হোসেন চঞ্চল ও শেখ শাহ আলম এর যৌথ পরিচালনায় স্থানীয় একটি হল রুমে, সাবেক সংসদ সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য শফিকুর রহমান কিরণ কে গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও দলীয় সংগীত পরিবেশন এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বেরগামো বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ: ইদ্রিস ঢালি।

সে সময় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন।

প্রধান অতিথি বলেন শরীয়তপুরবাসীর জন্য প্রধান সমস্যা হচ্ছে ডেজারে মাটি কাটা, এই ড্রেজারের কারণে নদীর পাড়ের মানুষের বাড়িঘর হুমকির মুখে পড়েছে এবং অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে।

আপনার বিএনপিকে ভোট দেবেন বিএনপি ক্ষমতায় গেলে ড্রেজার দিয়ে মাটিকাটা নির্মূল করব। তিনি আরো বলেন আপনার যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে নড়িয়া সখিপুর কে বাংলাদেশের মধ্যে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো।

প্রধান বক্তা বলেন, শেখ হাসিনা অহংকার করে বলেছেন শেখের বেটি পালায় না এখন আপনারা দেখেছেন যে শেখের বেটি পালিয়েছে কিনা।

বাংলাদেশে শেখ হাসিনা যত গুম, খুন, গণহত্যা করেছেন তা আমরা দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইতালি বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হালিম খান,

ভেনিস বিএনপি’র সভাপতি আ: আজিজ সেলিম, ইতালি যুবদল সভাপতি জাকির হোসেন গনি, ইতালী বিএনপি সহসাংগঠনিক সম্পাদক ও বেরগামো বিএনপি ১ নং সদস্য হোসাইন মনির, চুন্নু মৃধা, সোলাইমান মৃধা, জেনোভা যুবদলের সভাপতি সজিব শিকদার ও সবুজ ঢালী জেনভা বিএনপি,

বিশেষ বক্তা : কাজী গোলাম রসুল, সিনিয়র সহ সভাপতি বেরগামো বিএনপি, সৈয়দ শওকত আলি মিন্টু সহসভাপতি বেরগামো বিএনপি, কাজী জাকির হোসেন সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক বেরগামো বিএনপি, আরো বক্তব্য রাখেন রিপন ঢালি, মাসুদ হোসেন, শাজাহান সিরাজি, লিটন শিকদার, সাহিন মওলা,, অন্যান্য প্রভিন্স থেকে আগত ঝন্টু খান উদিনে বিএনপি সহ ব্রেসিয়া, পিজ্জা , ভেনিস, তরিনো বিএনপি নেতৃবৃন্দগ।