আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন: নাগরিক সমস্যামুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়- কাউন্সিলর প্রার্থী রমজান আলীর
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫৪ নম্বর ওয়ার্ডের নাগরিক সমস্যা দূর করে একটি বাসযোগ্য শান্তিপূর্ণ আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিয়ে অত্র ওয়ার্ডের আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, হরিরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি, তুরাগ থানা আওয়ামী- স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি, আর কে ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রমজান আলী ।
এই ওয়ার্ডে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, পানি, মশক সমস্যা সমাধান করার অঙ্গীকারও করেছেন তিনি । ইতিমধ্যে ভোটারদের সঙ্গে ঘরোয়া ও উঠান বৈঠকও করছেন মোঃ রমজান আলী । তিনি বলেন, বিগত বছরগুলোতে আমি আমার সাধ্যমতো এলাকার জনগণের সেবা করেছি । আশা করি, আগামী দিনগুলোতেও এলাকাবাসী তাদের সুখে-দুঃখে আমাকে পাশে পাবেন ।
এলাকার কল্যাণে, মানুষের মঙ্গলে নিজেকে উজাড় করে দেব । ৫৪নং ওয়ার্ড বাসীর সুখে-দুঃখে আমি সব সময় পাশে ছিলাম, আছি ও থাকব ইনশাল্লাহ । ভোটাররা যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে জনগণকে সঙ্গে নিয়েই এই ওয়ার্ডকে একটি মডেল ও সবুজে ঘেরা ওয়ার্ড হিসেবে গড়ে তুলব । আমি কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডের সব সমস্যা দূর করে নাগরিক সমস্যামুক্ত একটি বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলব । মোঃ রমজান আলী আরও বলেন, এ ওয়ার্ডের মৌলিক সমস্যাগুলো দূর করা, বেকারত্ব সমস্যার সমাধান করা এবং নিরবচ্ছিন্ন নাগরিক সেবা দেয়াই আমার অঙ্গীকার ।
রাস্তাঘাট, ড্রেনেজ ও ফুটপাথ সংস্কার করে মৌলিক সমস্যামুক্ত বাসযোগ্য আধুনিক ওয়ার্ড গড়তে চাই । তিনি আরও বলেন, এই ওয়ার্ডটি নানা সমস্যায় জর্জরিত । আমি কাউন্সিলর নির্বাচিত হলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব । নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করব । এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রেখে এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এখানকার সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূল করতে বিশেষভাবে কাজ করব ।
এলাকার অভ্যন্তরীণ অপরিকল্পিত ও সরু রাস্তাগুলোকে পরিকল্পিতভাবে আধুনিক করে গড়ে তুলব । দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে নিজেকে প্রানপ্রিয় ৫৪নং ওয়ার্ড বাসীর কল্যাণে বিলিয়ে দিব । আমি নির্বাচিত হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা ৫৪ নম্বর ওয়ার্ডেও বাস্তবায়ন করব ইনশাল্লাহ ।
সর্বোপরি ওয়ার্ডটিকে একটি ডিজিটাল ওয়ার্ড হিসেবে বর্তমান সরকারকে উপহার দেয়াই আমার মূল লক্ষ্য ।
স/বি