আমরা প্রবাসীরা হলাম এমন এক যুদ্ধের সৈনিক যে যুদ্ধের জয়ের উল্লাস আমরা করতে পারি না! দিয়ে দিতে হয় অন্যদের…হয়তো অন্যদের মাঝ থেকে জয়ের উল্লাস কেউ পায় আবার কেউ পায় না।অথচ, এই যুদ্ধে আমাদের দিতে হয় পরিশ্রম নামে জীবনের স্বাদ,ইচ্ছা আর ভালো লাগার মুহূর্তগুলোকে বিসর্জন!আর এভাবেই আমাদের দিন,মাস ও বছরগুলা কেটে যায়।দূরে চলে যায় আনন্দ আর সুখময় সময় গুলা।অথচ নিজের চাওয়া পাওয়া তো দূরের কথা,অনেক সময় বাকী সবার চাহিদাও মেটাতে পারি না সব সময়।কারণ আমরা সারা বছর দেশে টাকা পাঠালেও বাড়ির অভাব দূর করতে পারব না।হয়ত এটাই নিয়ম,আর এভাবেই চলবে আমাদের প্রবাস জীবন,,,
শুধু একটা কথাই বলতে চাই
“বেচে থাকুক পারিবারিক অটুট বন্ধন আর ভালবাসা,এটার মাঝে যেন কোন ছেদ অথবা টানা-পোড়া না আসে”
স/মা