অন্তবর্তীকালীন সরকার নিয়ে ষড়যন্ত্র চলছে- আব্দুস সালাম আজাদ
এম এম রহমান- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার নিয়ে দেশে- বিদেশে ষড়যন্ত্র চলছে।
তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, ষড়যন্ত্র উপেক্ষা করে দ্রুত নির্বাচন দিন। ষড়যন্ত্রের বিকল্প জবাব হলো নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগনের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তিনি আরোও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সর্ব স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সেই ঐক্যবদ্ধর মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কনকসার,কুমারভোগ, হলদিয়া, বেজগাঁও, মেদিনীমন্ডল সহ উপজেলার ৫টি ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, আমার বিশ্বাস এই অন্তবর্তীকালীন সরকার অধিনে একটি সুষ্ঠু ও সফল নির্বাচন অনুষ্ঠিত হবে।সেই নির্বাচনে দেশের মানুষ অংশগ্রহণ করবে। মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিবে, তাই নেতাকর্মীদেরকে যার যার অবস্থান থেকে এই অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু,কসার ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ কামাল ঢালী, মুক্তিযোদ্ধা আরমান হোসেন খান পান্নু, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আ: সালাম মোল্লা সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা।